Logo
Logo
×

সারাদেশ

তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

উজিরপুরে ২টি পেট্রলবোমা বিস্ফোরণে জনমনে আতঙ্ক

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

উজিরপুরে ২টি পেট্রলবোমা বিস্ফোরণে জনমনে আতঙ্ক

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় একটি বাড়ির বাগানে দুটি পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আরও তিনটি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের মোল্লাবাড়ী বাগানে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

তিনটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুল করিম।

এদিকে বিস্ফোরণের ঘটনা আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘটিয়েছে দাবি করে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

বামরাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, তিনি প্রথমে পেট্রলবোমার বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এরপর স্থানীয়দের ডাকচিৎকারে লোকজন জড়ো হন। তখন এ ঘটনা উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর মডেল থানা পুলিশকে জানানো হয়। তারা এসে ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার ও ২টি জ্বলন্ত পেট্রলবোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক তৌহিদুল বলেন, এলাকাবাসী জানিয়েছেন- ওই বাগানে দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটেছে। আমরা ঘটনাটি নিয়ে তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব। এ ঘটনায় তদন্তসাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে বিস্ফোরণের ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন উজিরপুর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

মিছিলে উপস্থিত ছিলেন- উজিরপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন ডাকুয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুরাদ রনি, উপজেলা যুবদল নেতা শাহাদুজ্জামান কমরেড, উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজি, পৌর শ্রমিক দলের সদস্য সচিব আকাশ বালী প্রমুখ। 

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে সন্ত্রাস নৈরাজ্য তৈরি করতে এ ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এ অপকর্মে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের আহ্বান জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম