Logo
Logo
×

সারাদেশ

জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি-পাথর চুরিকাণ্ডে আটক ৩

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম

জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি-পাথর চুরিকাণ্ডে আটক ৩

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীর কেটে খনিজ বালি-পাথর চুরিকাণ্ডে ফের তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- ওই উপজেলার দিঘীরপাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে রাখাব উদ্দিন, কাঞ্চনপুর গ্রামের মুক্তার মিয়ার ছেলে ফারুক হোসেন, মাহতাবপুর গ্রামের রমজান মিয়ার ছেলে আলেক শাহ।

জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার নির্মাণাধীন জাদুকাটা সেতুর পাশে, রাজারগাঁও অদ্বৈত প্রভুর আখড়া বাড়ির (মন্দির) সংলগ্ন নদীর তীর কেটে মঙ্গলবার সকাল থেকেই প্রতি দিনের মতো কয়েকটি চক্র খনিজ বালি-পাথর চুরি করে নিয়ে যাচ্ছিল।

অভিযোগ পাওয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধ্যায় তিনজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

একই সময় দণ্ডপ্রাপ্তদের হেফাজত থেকে খনিজ বালি-পাথরবোঝাই তিনটি ইঞ্জিলচালিত ট্রলার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম