আড়িয়াল খাঁ নদে হঠাৎ কুমিরের দেখা মিলেছে

কালকিনি-ডাসার প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম

মাদারীপুরের কালকিনির আড়িয়াল খাঁ নদীতে হঠাৎ করে বেশ কয়েকটি কুমিরের দেখা মিলেছে। উপজেলার আলীনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ওই কুমিরগুলো ভেসে ওঠে। এতে নদীর পাড়ে বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান নেয়ামুল আকন। পরে উপজেলা প্রশাসন জনস্বার্থে সর্তকতা জারি করেন।
এলাকা ও প্রশাসন সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদে কয়েকটি কুমির ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নেয়ামুল আকন ঘটনাস্থলে গিয়ে নদীতে জীবিত কুমির দেখতে পেয়ে তা মোবাইলে ভিডিও ধারণ করে প্রশাসনকে অবহিত করেন। প্রশাসন সরেজমিন গিয়ে সর্বসাধারণের উদ্দেশ্য নদীতে গোসল করা, মাছ ধরা, যাতায়াত, পরিবহণ ইত্যাদি ক্ষেত্রে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করে তাদের ফেসবুক আইডিতে নোটিশ জারি করেন।
নদীর পারে বসবাসরত আজিজ ও নাজিম জানান, আমরা জীবনে প্রথম এই নদীতে কুমিরের আনাগোনা দেখলাম। এই নদীতে কুমিরগুলো কিভাবে এলো বলতে পারব না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, নদীর দুই পারের সবাই সতর্ক অবস্থায় থাকায় জন্য নোটিশ জারি করেছি। কেউ যেন নদীতে কোনো কাজে না যায়।