আশুলিয়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম

‘নতুন পানিতে সফর এবার’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় দৈনিক যুগান্তর ২৫ পেরিয়ে ২৬ বছরে পদার্পণ উপলক্ষে আশুলিয়ায় রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে আশুলিয়ার জামগড়া ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে কেক কেটে এ রজতজয়ন্তী উৎসব পালন করা হয়।
প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকার।
যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মো. মেহেদী হাসান মিঠুর সভাপতিত্বে ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা, আশুলিয়া থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. শরীফ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. লিটন গাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. হালিম মণ্ডল ও আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মো. জাহিদ হাসান শিকদার।
মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ আগস্টের পরে ও আগে দৈনিক যুগান্তরের রিপোর্ট দেশের মানুষকে সঠিকভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছে।
বাংলাদেশের একটি সাহসী পত্রিকার মধ্যে যুগান্তর অন্যতম। যুগান্তরের সব সাংবাদিকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- চ্যানেল এসের সাভার প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণের আশুলিয়া প্রতিনিধি মো. মশিউর রহমান, বিডিলাইফ২৪ ডটকম এর সাভার উপজেলা প্রতিনিধি মো. শাকিল শেখ ও রাজধানী টিভির আশুলিয়া প্রতিনিধি আব্দুল্লাহ আল মনির প্রমুখ।