Logo
Logo
×

সারাদেশ

বন্দরে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

বন্দরে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেককাটা, সেনের বাড়ি কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ডা. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার সভাপতি কবির সোহেলের সভাপতিত্বে ও সহ-সভাপতি লতিফ রানা ও সাধারণ সম্পাদক দীন ইসলাম দীপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বন্দর থানার ওসি তরিকুল ইসলাম, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আফজাল হোসেন, বন্দর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাংবাদিক মাহফুজুলুম আলম জাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে অমর একুশে বইমেলায় প্রকাশিত বন্দর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক দীন ইসলাম আহেমেদ দীপুর কবিতা গ্রন্থ সেনের বাড়ির কবিতার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে কবিতা পাঠ, সংগীত ও নৃত্য পরিবেশন করেন- আভান, মকসুদ ইয়াসমিন, কবি মহিউদ্দিন আহমেদ, সংগীতা সরকার, পুষ্পিতা সরকার, ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি, মাইশা, মনি, যূথী, আমজাদ হাসান, নজরুল ইসলাম, আওলাদ হোসেন, জীবন স্বদেশী, শাহজামাল। তবলায় ছিলেন রঞ্জন লাল ও রবি রায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম