Logo
Logo
×

সারাদেশ

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অতঃপর...

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অতঃপর...

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক ছিলেন তিনি; কিন্তু শেষ রক্ষা হলো না তার। ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে (৫২) ধরা পড়তে হলো পুলিশের হাতে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদক মামলায় বিচার শেষে তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর হাজির করা হলে মঙ্গলবার সকালে ঝালকাঠির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে কারাগারে প্রেরণ করেন।

নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, ১০ বছর পলাতক থাকার পরে আসামি বাদল বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম