Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে তারুণ্যের উৎসব ও যুগান্তর রজতজয়ন্তী উদযাপিত

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

গৌরীপুরে তারুণ্যের উৎসব ও যুগান্তর রজতজয়ন্তী উদযাপিত

নতুন পানিতে সফর এবার- স্লোগানে দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী ও ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে চিত্রাঙ্কন, কুইজ ও ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার এসব অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার কাজটা দৈনিক যুগান্তর করে যাচ্ছে। আপনার সত্য-সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে প্রশাসনের সহযোগিতা হয়। কেননা প্রশাসন আপনাদের এ তথ্যের ভিত্তিতে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে।

 

হাতেম আলী সড়কে স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক, এসএম দুলাল, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সভাপতি নাদিরা জামান পান্না, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। 

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, লুৎফা রূপা, পৌর স্বজনের সভাপতি অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, মহিলা কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত জাহান লাকী, গৌরীপুর সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক, গৌরীপুর প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মোখলেছুর রহমান, স্বজন মাহমুদা আক্তার রিপা, মাহমুদা আক্তার লিপি, সুমন আহমেদ, তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।

তারুণ্যের উৎসব ও যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে ৩ পর্বের কুইজ প্রতিযোগিতায় ২০৮ জন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪৭ জন ও ক্রীড়া উৎসবে ১৫৭ জন স্বজন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম