Logo
Logo
×

সারাদেশ

২২ দফা দাবি আদায়ে অনড় ববি শিক্ষার্থীরা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম

২২ দফা দাবি আদায়ে অনড় ববি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের স্বৈরাচারী মনোভাব ও আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে ২২ দফা দাবি আদায়ে অনড় কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ববি মূল ফটকের সামনে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি চলাকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যানবাহন চলাচল ১ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়ে কয়েক হাজার মানুষ।

কর্মসূচি চলাকালে ক্লাশ রুম ও আবাসিক হল সংকট নিরসনে বাজেট আনতে ব্যর্থ হওয়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মিথ্যা মামলা দেওয়া এবং সন্ত্রাসী ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে না পারার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এসব বিষয় সমাধানসহ আগে ঘোষণা করা ২২ দফা মেনে নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

কর্মসূচিতে বক্তৃতা করেন- ববি শিক্ষার্থী সুজয় শুভ, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম শাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, ববি প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের কারণে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়া আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। অন্যদিকে সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার না করে উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দিয়েছে ববি প্রশাসন। এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ সব দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দাবি আদায় করবে বলে এ সময় হুঁশিয়ারি দেন বক্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম