Logo
Logo
×

সারাদেশ

দাওয়াত খেয়ে হাসপাতালে ৮৫ জন

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম

দাওয়াত খেয়ে হাসপাতালে ৮৫ জন

গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৮৫ জন। তারা বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে, খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি গ্রামের বেলাল মিয়ার মা আলমা বেগমের মৃত্যুর জেরে মজলিসের আয়োজন করে। সোমবার হওয়া এ অনুষ্ঠানে হাজারখানেক মানুষকে দাওয়াত করা হয়। মজলিসে আগতদের গরুর মাংস এবং আটার ডাল দিয়ে ভাত খাওয়ানো হয়। দাওয়াত খেয়ে যার যার বাড়ি ফিরে যান তারা।

সোমবার বিকাল থেকেই অসুস্থ হতে থাকে দাওয়াত খাওয়ারা। ডায়রিয়া, বমি ও মাথা ব্যাথা শুরু হয় তাদের। অবস্থার বেগতিক দেখে আক্রান্ত লোকজন সোমবার রাত থেকেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হতে থাকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালে ৮৫ জন মানুষ ভর্তি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম