Logo
Logo
×

সারাদেশ

‘তিস্তা ছিল মায়ের মতো, এখন রাক্ষসীর ভূমিকায়’

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম

‘তিস্তা ছিল মায়ের মতো, এখন রাক্ষসীর ভূমিকায়’

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে তিস্তা শোভাযাত্রা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে শোভাযাত্রাটির আয়োজন করা হয়। এরপর নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফিসহ বিএনপির নেতা-কর্মীরা।

কাউনিয়া গালর্স স্কুল মোড় থেকে শুরু হয়ে তিস্তা রেল সেতু অভিমুখে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ ধ্বনিতে শোভাযাত্রাটি ও পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠেছে।

এ সময় আসাদুল হাবিব দুলু বলেন, রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী তিস্তা নদী ছিল মায়ের মতো। এখন সে তিস্তা রাক্ষসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিস্তা পাড়ের মানুষের এক সময় গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে মুখে ভাওয়াইয়া গান ছিলো। মানুষ আনন্দে আনন্দে দিন কাটাইতো। সেই তিস্তা নদী এখন শুকিয়ে সরু খাল ও চর মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা অবিলম্বে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চাই। 

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সরকারই তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। তাই আমরা এই কর্মসূচি পালন করছি। আর এই আন্দোলনে যুক্ত হয়েছে তিস্তা তীরবর্তী ৫ জেলার হাজার হাজার মানুষ।

মঙ্গলবার সকালে তিস্তা রেল সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, তিস্তা নদীর জেগে ওঠা  চরে  তৈরি করা তাবুতে আন্দোলনকারীরা অবস্থান করছেন।  

রাস্তায় ধারে ধারে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ ব্যানার ফেস্টন নিয়ে আন্দোলনকারীরা দাঁড়িয়ে আছেন। দুপুরের পর শোভাযাত্রাটি তিস্তা নদীর পানিতে প্লেকার্ড নিয়ে পানিতে নেমে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি জানায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম