
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩২ এএম
বাস-অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৩ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামের বাঁশখালীতে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী মনিকা আকতার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এতে মনিকার মা সাজেদা বেগম (৩৫) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা সড়কের চেচুরিয়ায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ।
নিহত মনিকা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা মাতারবাড়ির নুরুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ থেকে অটোরিকশা যোগে মাতারবাড়ি যাচ্ছিলেন মনিকা ও তার মা। চেচুরিয়া এলাকায় একটি বাসটিকে ওভারটেক করছিল অটোরিকশাটি। এতে চট্টগ্রামগামী অন্য একটি বাস এসে ধাক্কা দেয় অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলেই মনিকার মৃত্যু হয়। মা সাজেদা গুরুতর আহত হন।
বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মা সাজেদাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সাজেদার পরিবারকে খবর দেওয়া হয়েছে।