Logo
Logo
×

সারাদেশ

৯৭ বোতল ফেনসিডিলসহ নারী আটক

Icon

টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম

৯৭ বোতল ফেনসিডিলসহ নারী আটক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ৯৭ বোতল ফেনসিডিলসহ লতিফা বেগম (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৩ টার দিকে উপজেলার আব্দুলাপুর পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। 

আটক লতিফা ওই গ্রামের সিদ্দিকুর রহমান বেপারীর স্ত্রী। 

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মো. মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালানো হয়। এতে লফিতার ঘরের আলমারীর ভেতর থেকে ৯৭ পিছ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম