Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে নিলামে সাবেক এমপিদের আনা গাড়ি

৯ কোটি টাকার ল্যান্ড ক্রুজারের দর ৩ কোটি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩০ এএম

৯ কোটি টাকার ল্যান্ড ক্রুজারের দর ৩ কোটি

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্যদের (এমপি) আনা ২৪টি গাড়িসহ ৪৪টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলেছে কাস্টম হাউজ। 

সোমবার নিলামে ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ল্যান্ড ক্রুজার গাড়ির দাম উঠেছে মাত্র ৩ কোটি ১০ লাখ টাকা। কেউ কেউ মাত্র ৪০-৫০ লাখ টাকাও দর দিয়েছেন। 

চট্টগ্রাম কাস্টম হাউজে এদিন দুপুরে অনলাইন নিলামের দরপত্র খোলার পর দরপত্রদাতা বা বিডারদের দরের এই চিত্র পাওয়া যায়। প্রথম নিলামে এমন দর দেখে হতাশ সংশ্লিষ্টরা। 

কাস্টম সূত্র জানায়, প্রথম নিলামে স্বাভাবিকভাবেই ক্রেতারা ‘টেস্ট কেস’ হিসাবে কম দর দিয়ে থাকেন। কাস্টম হাউজ নিলামে তোলা গাড়ির যে ভিত্তিমূল্য ধরে, তার অন্তত ৬০ শতাংশ দর না পেলে কর্তৃপক্ষ নিলাম চূড়ান্ত করে না। প্রত্যাশিত মূল্য বা দর পেতে দ্বিতীয় দফায় এসব গাড়ির নিলাম ডাকা হবে।

কাস্টম সূত্র আরও জানায়, ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতিটির ভিত্তিমূল্য ধরা হয় ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা করে। দরপত্র খোলার পর দেখা গেছে মাত্র একটি গাড়ির জন্য একজন বিডার সর্বোচ্চ দর করেন ৩ কোটি ১০ লাখ টাকা। 

একই ধরনের অন্য গাড়িগুলোর জন্য ৪০ লাখ থেকে ৫০ লাখ টাকা দর করা হয়। ৪৪ গাড়ির জন্য ১৩৭টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে এমপিদের জন্য আনা ২৪টি গাড়ি কিনতে আগ্রহ দেখান ১৪ বিডার। 

চট্টগ্রাম কাস্টম হাউজের উপকমিশনার সাইদুল ইসলাম যুগান্তরকে বলেন, আশানুরূপ দর না পাওয়ায় নিলাম কমিটি এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম