Logo
Logo
×

সারাদেশ

সাবেক সিসিক মেয়র আজম খান গ্রেফতার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

সাবেক সিসিক মেয়র আজম খান গ্রেফতার

সিলেটে ওয়ান ইলেভেন সময়ে সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করা আওয়ামী লীগ নেতা মো. আজম খানকে গ্রেফতার করা হয়েছে। 

এসএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজম খান ছাড়াও গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। 

সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজম খান সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ২০০৭ সালে ওয়ান ইলেভেন সময় তিনি প্রায় এক বছর সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। সিলেটের রাজনৈতিক অঙ্গনে তখন থেকে আজম খান ‘ওয়ান ইলেভেনের মেয়র’ হিসাবে পরিচিত। 

তৎকালীন সিসিক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরান কারাবন্দি হলে আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সিলেট নগরীর মোগলাবাজার থানা এলাকার পাঠানপাড়া খান বাড়ির বাসিন্দা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম