Logo
Logo
×

সারাদেশ

দামুড়হুদায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ পিএম

দামুড়হুদায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুরে মাসুদ হাসান রঞ্জু (২৩) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রঞ্জু উপজেলার বদনপুর গ্রামের রহমানের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। 

সোমবার সকালে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবিরসহ পুলিশের একাধিক দল।

নিহতের বাবা আজিজুল মীর বলেন, আমার ছেলে রোববার সকালে ভুট্টার জমিতে পানি দিতে মাঠে যায়। আমিও জরুরি কাজে চুয়াডাঙ্গায় যাই, বিকেলে বাড়ি ফিরে জানতে পারি সে দুপুরে খেতে আসেনি। তখন আমি তার জন্য খাবার নিয়ে ওই মাঠে যাই। তাকে মাঠে দেখতে না পেয়ে ডাকাডাকি করে সাড়া শব্দ না পাওয়ায় আধাঘণ্টা অপেক্ষার পর খাবার নিয়ে বাড়ি ফিরে আসি। আমি বাড়ি এসে গোসল করে খেয়ে চায়ের দোকান যায়। সেখান থেকে সন্ধ্যার সময় বাড়ি এসে তার ফেরার কথা জিজ্ঞেস করলে বাড়ির লোকজন বলে সে তখনো বাড়ি ফেরেনি। তখন বাড়ি থেকে তার মোবাইলে একাধিক কল করেও তা রিসিভ হয়নি। পরে আমিসহ কয়েকজন আবার ওই মাঠে এসে দেখি মেশিনের পাশে তার মোবাইল ও স্যান্ডেল পড়ে আছে। আশপাশে খোঁজাখুঁজির পর ভুট্টাক্ষেতের মধ্যে আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখি।

 দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম