Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীবাড়ীতে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম

টঙ্গীবাড়ীতে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, কৃষি কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদার, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হুমায়ন, একাডেমী সুপার মো. হান্নান। সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর উপজেলা প্রতিনিধি ফিরোজ ইফতেখার।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেস ক্লাব সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম পিন্টু, সদস্য সচিব সামসুদ্দিন তুহিন, সদস্য অনিক শেখ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম