Logo
Logo
×

সারাদেশ

মুরাদনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান কাইয়ুম গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮ পিএম

মুরাদনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান কাইয়ুম গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম খসরুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকার কলাবাগান থানাধীন গ্রিন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মরহুম সৈয়দ আব্দুল কুদ্দুসের ছেলে। সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু ২০১৪-২০১৯ সাল পর্যন্ত মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান সৈয়দ আব্দুল কাইয়ুম খুসরুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কলাবাগান থানায় তার বিরুদ্ধে পুরোনো মামলা ছিল। সেই মামলায় রোববার রাতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম