Logo
Logo
×

সারাদেশ

কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে সম্পদ আলী (২৮) ও রুবেল (২২) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সম্পদ ও সোমবার সকালে রুবেল মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

অগ্নিদগ্ধ দুজন মানিক (৩০) ও মান্না (২৫) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে তাদের এ হাসপাতালে প্রেরণ করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল কর্তৃপক্ষ।

প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মারা যাওয়া রুবেলের শরীরের ৬৫ শতাংশ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আহতাবস্থায় চিকিৎসাধীন মানিকের শরীরের ৬০ শতাংশ ও মান্নার শরীরের ৬৬ শতাংশ পুড়েছে। হতাহত সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ট্রলারটি জ্বালানি তেলভর্তি ড্রাম নিয়ে কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম