Logo
Logo
×

সারাদেশ

নান্দাইলে জুয়েলের লাশ তোলায় আপত্তি পরিবারের

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

নান্দাইলে জুয়েলের লাশ তোলায় আপত্তি পরিবারের

ময়মনসিংহের নান্দাইলে সাত মাস পর আদালতের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুয়েলের (৩০) লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার বিষয়ে আপত্তি জানিয়েছেন পরিবারের লোকজন। কয়েক ঘণ্টা অপেক্ষা করে ফিরে আসেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে মামলার বাদী নিহতের স্ত্রীর কাছ থেকে একটি লিখিত নেওয়া হয়েছিল।

জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের মাওনা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সিংদই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে গার্মেন্টস কর্মী জুয়েল মিয়া। রাতে ময়নাতদন্ত ছাড়াই নিজ গ্রামে লাশ দাফন করা হয়। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় শেখ হাসিনাসহ ১১০ জনের নামে ও অজ্ঞাত ২০০ জনকে অভিযুক্ত করে মামলা করেন। এর সাত মাস পর লাশের ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। 

এ মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই এআরএম সাফায়েত উসমান বলেন, আদালতের নির্দেশে এসেছিলাম লাশ তুলতে; কিন্তু পরিবারের আপত্তির মুখে তা পারা যায়নি। নিহত জুয়েলের মা জিনুয়ারা বেগম বলেন, লাশ তুললে আর কী হবে? তাকে তো আর পাব না? এখন লাশ তুললে আর সহ্য করতে পারব না। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান বলেন, নিহত জুয়েলের পরিবারকে কয়েক ঘণ্টা বুঝিয়েছি, কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছে না। তাই বাধ্য হয়ে চলে আসতে হলো। আদালতের নির্দেশে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম