Logo
Logo
×

সারাদেশ

বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত শাকিব হোসেন (১২) উপজেলার তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের আকবর মণ্ডলের ছেলে। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবাকে খাবার দিয়ে স্কুলছাত্র শাকিব হোসেন সাইকেল চালিয়ে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী শ্যালো ইঞ্জিনচালিত ইটভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে এবং নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম