Logo
Logo
×

সারাদেশ

যুবদল নেতাকে হত্যা, ইউনিয়ন বিএনপি সভাপতিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

যুবদল নেতাকে হত্যা, ইউনিয়ন বিএনপি সভাপতিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার সোনাতলায় আধিপত্য বিস্তার ও স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধে বিএনপি নেতার হামলায় যুবদল নেতা রাশেদুল হাসান রাশেদ (২৭) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

নিহতের মা ওজেনা বেগম রোববার রাতে সোনাতলা থানায় পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ২০ জনের নাম উল্লেখ করে ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতার এড়াতে গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বাড়িতে নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অন্যতম আসামিরা হলেন- বগুড়ার সোনাতলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবির, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জাকি, তার ভাই জাকিউল আলম জেলিস, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হান্নান বাটালু, তার ছেলে নূর মোক্তাদি রুনু, মিলনেরপাড়া গ্রামের সেলিম রেজা, পাকুল্লা মধ্যপাড়ার আব্দুর রহমান ডিকে, একই গ্রামের মো. জিসান, মো. বাপ্পী, মো. হাসান, রশিদুল সরকার প্রমুখ।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের মারপিটে পাকুল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও ইউনিয়ন যুবদলের সদস্য, জিয়া সাইবার ফোর্স জেলা শাখার সহ-সভাপতি রশেদুল ইসলাম রাশেদ গুরুতর আহত হন। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মারা যান।

এ ব্যাপারে নিহত রাশেদের বিরুদ্ধে রোববার রাতে সোনাতলা থানায় ২০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর থেকে গ্রেফতার এড়াতে গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

স্থানীয়রা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকাবাসী তিন ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষে পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নান বাটালু, অপরপক্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন এবং আরেকপক্ষে বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি এবিএম মাজেদুর রহমান জুয়েল।

রাশেদ জামায়াত নেতার পক্ষ নিয়ে বিএনপি সভাপতি আবদুল হান্নান বাটালুর বাড়িতে হামলার জন্য মহড়া দেয়। এ সন্দেহে বাটালু ও তার লোকজনের মারপিটে রাশেদ গুরুতর আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান।

সোনাতলা থানার ওসি জানান, সোমবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম