Logo
Logo
×

সারাদেশ

৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

কুষ্টিয়ায় বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); যার মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার জেলার মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। 

এর মধ্যে ছিল- ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল মেথ, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট, বিড়িসহ নানা ধরনের মাদক। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্তপথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক জব্দ করা হয়।

ধ্বংসের সময় উপস্থিত ছিলেন- বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমানসহ বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলেন, গত এক বছরে আমাদের যে টহল ও সক্রিয়তা বেড়েছে, সেই পরিপ্রেক্ষিতে মাদক ধ্বংসের পরিমাণ আরও বাড়বে। গত বছর ২৫ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছিল। এ বছর ধ্বংস করা হয়েছে ৭৫ কোটি টাকার মাদক।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, আমাদের অন্যতম কাজ হবে মাদকের চাহিদা কমানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। প্রতিটি ক্ষেত্র থেকে মাদককে না বলতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম