Logo
Logo
×

সারাদেশ

অর্থ আত্মসাতের অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম

অর্থ আত্মসাতের অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত

খুলনার দৌলতপুর দিবা-নৈশ কলেজ সরকারিকরণের নামে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎসহ নানান অভিযোগে কলেজটির অধ্যক্ষ এএসএম আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির সভাপতি শেখ মাসুদ হোসেন রনি।

জানা যায়, কলেজটির অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা, অবৈধভাবে তথ্য গোপন, আদালত অবমাননা, পদোন্নতি ও এমপিওর ক্ষেত্রে দুর্নীতিসহ অধ্যক্ষ পদের বিরুদ্ধে মামলা চলমান অবস্থায় তিনি নিয়োগ নিয়েছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণসাপেক্ষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি একজন পরিচালনা পরিষদের সদস্যকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়। বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষকে জানানো হয়েছে। 

উল্লেখ্য, এর আগে কলেজটির রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম সবুজকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চাকরি নেওয়া, নিয়মিত ক্লাশে না আসা, শিক্ষাগত যোগ্যতাসহ নানান ত্রুটি থাকায় গত জানুয়ারি মাসে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম