Logo
Logo
×

সারাদেশ

গফরগাঁওয়ে ইউএনও-জনতা মুখোমুখি

Icon

ময়মনসিংহ দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

গফরগাঁওয়ে ইউএনও-জনতা মুখোমুখি

ময়মনসিংহের গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিনের অপসারণ করে তার অনিয়ম, দুর্নীতির বিচার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

অন্যদিকে ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। 

একই দিনে ছাত্র-জনতার উপজেলা পরিষদ ঘেরাও এবং কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনের আয়োজন করে। পালটা-পালটি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে গফরগাঁও উপজেলা।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে বিনা ভোটের নির্বাচনে প্রশ্নবিদ্ধ ভূমিকার ভিডিওসহ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে ইউএনওর বিরুদ্ধে। রোববার থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পোস্ট করেন উপজেলার শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

ওইদিন রাত থেকেই গুজব ছড়িয়ে ইউএনও রুবাইয়া ইয়াসমিনের তাৎক্ষণিক অপসারণের (স্ট্যান্ড রিলিজ) দাবিতে সোমবার সকালে ছাত্র-জনতা উপজেলা পরিষদ ঘেরাও করতে পারে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকেই উপজেলা পরিষদ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

পরে ঘেরাও না করলেও তাদের পালটা কর্মসূচি হিসেবে উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। 

ছাত্র-জনতার ব্যানারে মানবাধিকার কর্মী আলাউদ্দিন আল আজাদ সুলতান বলেন, টিআর, কাবিখা, কাবিটা, এলজিএসপি, এডিপি প্রকল্প বাস্তবায়নে, ইটভাটা, ধান-চাল সংগ্রহ অভিযানে, স্কুল-মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতার বিল স্বাক্ষরে ইউএনও রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে অনিয়ম, ঘুস ও দুর্নীতির অভিযোগ আছে। এছাড়া এলাকাবাসীর সঙ্গে তার অসদাচারণের কথা সবাই জানে। এ জন্যই উপজেলাবাসী তার বদলি চায়।

কর্মকর্তাদের ব্যানারে মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল কুমার বলেন, ইউএনও স্যার আমাদের বলেছেন, মানববন্ধনে অংশগ্রহণ করতে হবে। তাই অংশগ্রহণ করি। বিস্তারিত কিছুই জানি না।

সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, ইউএনও স্যারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে; এ বিষয়ে তিনি অবগত নন জানিয়ে বলেন এ ব্যাপারে ইউএনও স্যার বিস্তারিত বলতে পারবেন।

তবে ইউএনও রুবাইয়া ইয়াসমিন বক্তব্য দিতে অপরগতা প্রকাশ করেন।

ইউএনও রুবাইয়া ইয়াসমিন ১৮ এপ্রিল ২০২৪ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে গফরগাঁওয়ে যোগদান করেন। বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ওই বছরের ২৬ সেপ্টেম্বের গফরগাঁও উপজেলা বিএনপি ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ ঘেরাও করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম