Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

সংবাদ সংগ্রহকালে দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক, কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য এম সাদেক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার গোমতী নদীতে মাছ ধরা উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টা ৫৭ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক। তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, নাতি-নাতনিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম