Logo
Logo
×

সারাদেশ

সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়ার বেশে রিতা

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম

সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়ার বেশে রিতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দুবারের নির্বাচিত সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ দিন সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বেশে মঞ্চে আসে মিথিলা আক্তার রিতা।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে উপজেলা শিক্ষক সমিতির মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সংবর্ধনার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মো.আব্দুল হাই।

সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার লোকজন মিছিলে মিছিলে সভাস্থলে উপস্থিত হন। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে উপজেলা শিক্ষক সমিতির মাঠ। সেখানে জনগণের ভালোবাসায় সিক্ত হন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন। এ অনুষ্ঠানে খালেদা জিয়ার বেশে মঞ্চে আসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিথিলা আক্তার রিতা। তাকে এক পলক দেখতে মানুষ ভিড় জমান। মিথিলা হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানায়।

মিথিলা আক্তার রিতা বলে- সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আমার পছন্দের নেত্রী। তিনি আপসহীন নেত্রী। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি নিজের পরিবার, জীবনের মায়া করেননি। আমি তার সুস্বাস্থ্য কামনা করি।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের জিপি মো. সিরাজুল ইসলাম আবিদ। এ সময়ে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. হানিফ, নাসিরনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপু ও জেলা জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রহিম গোলাপ প্রমুখ।

জানা যায়, অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন জেলা আইনজীবী সমিতির সাবেক দুবারের সাধারণ সম্পাদক ও পরপর দুবার সভাপতি নির্বাচিত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম