Logo
Logo
×

সারাদেশ

হিন্দু থেকে মুসলমান হলেন ইউএনও অফিসের কর্মচারী

Icon

কালকিনি-ডাসার প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

হিন্দু থেকে মুসলমান হলেন ইউএনও অফিসের কর্মচারী

মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দিপক দাস। বর্তমানে তার নাম মো. আদিল মাহমুদ। তিনি মাদারীপুর জেলার ডাসার উপজেলার ইউএনও অফিসে পরিছন্নতাকর্মী হিসেবে কর্মরত আছেন। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী মো.সুলাইমান। দিপক কালকিনি উপজেলার ঝাউতলা গ্রামের কিরন দাসের ছেলে। 

জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি ইসলাম ধর্মে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকা জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর এফিডেফিডের মাধ্যমে নিজেই ঘোষণা দেন দিপক। 

সদ্য মুসলিম হওয়া মো. আদিল মাহমুদের এফিডেফিড সূত্রে জানা যায়, তিনি নিজের ইচ্ছায় হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পারিপার্শ্বিক অবস্থায় ইসলাম ধর্মের বন্ধু-বান্ধবীদের বিভিন্ন ধর্মীয় আচরণ (নামাজ, রোজা) দেখে অনুপ্রাণিত হন। ধীরে ধীরে ইসলাম ধর্মের ওপর আকৃষ্ট হয়ে তার অলৌকিক পরিবর্তন ঘটে। শীতল ছায়াতলে আশ্রয়ের জন্য মনস্থির করে প্রথমে একজন মাওলানার মাধ্যমে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেন। পরে রাষ্ট্রীয়ভাবে ঢাকা জজ কোর্টের মাধ্যমে এফিডেফিড করেন। 

তিনি আরও জানান, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে ইসলামের দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন, তার বিষয় আমি অবগত নয়। তার নিয়োগ অস্থায়ী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম