
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম
বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানে থাকা বাবা ছেলের

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

আরও পড়ুন
পিরোজপুরের নাজিরপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় ভ্যান যাত্রী মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লার (১৫) মৃত্যু হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের রুহি তলাবুনিয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে ও নাতি। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যান রিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৫ যাত্রী আহত হন। এদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। পরে সেখান থেকে খুলনা নেওয়া হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হলে হাসপাতালে ভর্তির আগেই পিতা-পুত্রের মৃত্যু হয়।
নাজিরপু থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশি তদন্ত চলছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, গুরুতর আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে।