Logo
Logo
×

সারাদেশ

অপহরণের ৩০ ঘণ্টা পর উদ্ধার জাহাজের ক্রু

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম

অপহরণের ৩০ ঘণ্টা পর উদ্ধার জাহাজের ক্রু

ভোলার মেঘনা নদীতে জলদুস্যুদের হাতে অপহৃত হন এমভি বাঘাবাড়ি-১ কার্গো জাহাজের ক্রু আলম মোল্লা। অপহরণের ৩০ ঘণ্টা পর ওই ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারের পর আলমকে কার্গো জাহাজের মাস্টার আরিফ হাসানের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, শনিবার বিকালে বাঘাবাড়ি থেকে চাঁদপুর হয়ে ভোলার ইলিশা এলাকা অতিক্রমের সময় বাঘাবাড়ি-১ কার্গো জাহাজটি ডুবোচরে আটকা পড়ে। এ সুযোগে জলদস্যুরা জাহাজটিতে হামলা চালায়। একপর্যায়ে ক্রু আলমকে অপহরণ করে নিয়ে যায় তারা।

বিষয়টি তাৎক্ষণিক কোস্টগার্ড দক্ষিণ জোনকে অবহিত করা হয়। পরে রাতেই অভিযানে নামে কোস্টগার্ডের একটি টিম। মেঘনা নদীর বিভিন্ন পয়ন্টে অভিযান চালানো হয়। অবস্থা বেগতিক দেখে জলদস্যুরা ক্রু আলমকে একটি চরে নামিয়ে ট্রলারযোগে পালিয়ে যায়। পরে সেই চর থেকে আলমকে উদ্ধার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম