Logo
Logo
×

সারাদেশ

‘অপারেশন ডেভিল হান্ট’ জামালপুরে গ্রেফতার ৯

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

‘অপারেশন ডেভিল হান্ট’ জামালপুরে গ্রেফতার ৯

জামালপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জামালপুর সদর উপজেলার শাহজাহান আলীর ছেলে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন আয়নাল, মৃত রইছ মিয়ার ছেলে শ্রমিক লীগ নেতা মো. নূরে আলম, সরিষাবাড়ি উপজেলার মৃত কেসমত আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী মো. সুলতান,  ইসলামপুর উপজেলার শ্রী রামকৃষ্ণ গোয়ালার ছেলে আওয়ামী লীগ নেতা শ্রীচন্দন গোয়ালা, শাহ নেওয়াজ চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী, মাদারগঞ্জ উপজেলার মৃত নাদের শেখের ছেলে আওয়ামী লীগ নেতা তারামিয়া, মেলান্দহ উপজেলার শাহ হারুনুর রশিদের ছেলে আওয়ামী লীগ নেতা মো. বোরহান উদ্দিন সাব্বির, মো. খাজু মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মো. রবিউল ইসলাম ও বকশীগঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, ২৪ ঘণ্টার অভিযানে জেলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে  বিশেষ এই অভিযান চলবে। 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম