Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দার চার ইটভাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম

কলমাকান্দার চার ইটভাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার ইটভাটায় সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি ভাটার চিমনীসহ কিলন ধ্বংস করা হয়।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তরের নেত্রকোনার সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভাটা পরিচালিত হচ্ছে এমন খবরে কমলকান্দায় অভিযান চালানো হয়। এ সময় এমপিবি কোং ব্রিকসের মালিককে এক লাখ ৫০ হাজার টাকা এবং পিএমআর ব্রিকস, পিসিবি ব্রিকস ও জনতা ব্রিকসের মালিকদের যথাক্রমে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। আর সৃজন ব্রিকসের চিমনীসহ কিলন ধ্বংস করা হয়েছে।

এতে আরও বলা হয়, অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম