Logo
Logo
×

সারাদেশ

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৭) এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনা দেখতে গিয়ে ট্রেন থেকে পড়ে আরেক যুবক আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ি থেকে ভাঙ্গার উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসে। সোমবার সকালে ট্রেনটি ফরিদপুর দিয়ে যাচ্ছিল। ট্রেনটি বায়তুল আমান এলাকায় পৌঁছালে কানে হেডফোন দেওয়া এক যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক।

দুর্ঘটনার খবরে ট্রেন থাকা যাত্রী আফিফ আল আবির (২১) নামের এক যুবক দরজার সামনে আসে। এ সময় পা পিছলে ট্রেন থেকে পড়ে যান তিনি। এতে গুরুত্বর আহত হন আবির। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম