Logo
Logo
×

সারাদেশ

গজারিয়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

গজারিয়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২৬ বছরে পদার্পণ পালিত হয়েছে। 

রোববার বেলা ১১টায় ভবেরচর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গজারিয়া প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পত্রিকার গজারিয়া প্রতিনিধি আমজাদ হোসেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম প্রধান অতিথি ছিলেন। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মামুন শরীর, গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ। 

এ সময় উপস্থিত অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- গজারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল, সিনিয়র সহ-সভাপতি মুকবুল হোসেন, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক আল আমিন, সোলাইমান সিকদার, রিদয়, মাসুদ, ওসমান গনি প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম