Logo
Logo
×

সারাদেশ

কিশোরকে হত্যার দায়ে কিশোরের ১০ বছরের আটকাদেশ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

কিশোরকে হত্যার দায়ে কিশোরের ১০ বছরের আটকাদেশ

নাটোরে রবিউল ইসলাম রবি (১৫) নামে এক কিশোরকে গলা কেটে হত্যার দায়ে অপর কিশোর তারই বন্ধু ইব্রাহিম হোসেনকে (১৬) ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 

রোববার বেলা ১১টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। বাকি আসামিরা প্রাপ্তবয়স্ক হওয়ায় জেলা আদালতে তাদের বিচার সম্পন্ন হয়েছে বলে জানান নাটোর জজ আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের। আটকাদেশ প্রাপ্ত ইব্রাহিম হোসেন গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, ইব্রাহিম হোসেন একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। ইব্রাহিম বিভিন্ন সময় রবিউলকে মাদক সেবনের জন্য প্ররোচিত করত। রবিউল তাতে সাড়া না দিয়ে তার মাদক ব্যবসা ও মাদক সেবনের কথা জনসম্মুখে প্রকাশ করে দেবে বলে জানায়। 

এ ঘটনায় ২০১৫ সালের ২৯ এপ্রিল রাতে রবিউলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পাশের চাকল বিলের পতিত জমিতে আগাছা দিয়ে ঢেকে রেখে ইব্রাহিম ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় রবিউলের বাবা আজিজুল হক বাদী হয়ে গুরুদাসপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত করে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, অভিযুক্ত ইব্রাহিম অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাটোরের শিশু আদালতে তার বিচার পরিচালনা করা হয়। এ মামলায় আসামি ইব্রাহিমকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আর বাকি আসামি মারুফ ও ফাহাদ প্রাপ্তবয়স্ক হওয়ায় আগেই তাদের বিচার জেলা আদালতে সম্পন্ন করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম