Logo
Logo
×

সারাদেশ

মানবপাচারকারী রাশেদ-টুন্নুর বিচারের দাবিতে অনশনে ২৪ পরিবার

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২ পিএম

মানবপাচারকারী রাশেদ-টুন্নুর বিচারের দাবিতে অনশনে ২৪ পরিবার

ছবি: যুগান্তর

মানবপাচারকারী রাশেদ খানকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রাশেদ খানের বিচার ও মানবপাচারকারী টুন্নুসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছে ভুক্তভোগী ২৪টি পরিবার।

শনিবার বিকেলে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ অনশন শুরু করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শরীয়তপুর কোর্ট পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মানবপাচারকারী রাশেদ খান ও কামরুজ্জামান টুন্নু খানসহ একটি দালালচক্র শরীয়তপুরের আংগারিয়া ও মাদারীপুরের বিভিন্ন এলাকার ২৪ জন যুবককে ইতালি নেওয়ার উদ্দেশ্যে প্রত্যেক পরিবার থেকে ১২-২০ লাখ টাকা নেয়। কিন্তু চুক্তি অনুযায়ী নিখোঁজ ২৪ যুবককে ইতালি না নিয়ে লিবিয়ায় রেখে নির্যাতন করে উল্টো মুক্তিপণ আদায় করে।

এ ঘটনার পর লিবিয়া থেকে গত বছরের ২২ মার্চ থেকে নিখোঁজ হয়ে যায় ২৪ জন যুবক। এরপর মানবপাচারকারী রাশেদ খান ও টুন্নু খান ভুক্তভোগী পরিবারগুলোর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ভুক্তভোগী ২৪ পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সাইফুল ইসলামের বাবা ফারুক পেদা বাদী হয়ে মামলা করলে ওই মামলায় গতকাল শুক্রবার রাজধানী ঢাকা থেকে রাশেদ খানকে পুলিশ গ্রেফতার করে শরীয়তপুর আদালতে প্রেরণ করে। গ্রেফতারের পর ভুক্তভোগী ২৪টি পরিবার রাশেদ খানের বিচার ও টুন্নু খানসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করে।

মামলার বাদী ফারুক পেদা বলেন, আমার ছেলে প্রায় এক বছর ধরে নিখোঁজ। আমি ছেলের খোঁজ চাইলে রাশেদ-টুন্নুরা আমাকেসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করেছে। রাশেদ গ্রেফতার হলেও একটি প্রভাবশালী মহল তার জামিনের জন্য দৌঁড়ঝাপ শুরু করেছে। আমরা রাশেদের উপযুক্ত বিচার ও অন্যদের গ্রেপ্তারের দাবিতে অনশন শুরু করেছি৷ আমরা আমাদের সন্তানদের খোঁজ চাই। মানবপাচারকারীদের বিচার ও আমাদের সন্তানদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা অনশন চলমান রাখব।

শরীয়তপুরে পালং কোর্ট পুলিশের জি আর ও মো. রাশেদুল ইসলাম বলেন, রাশেদ খান নামে এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করেছে পুলিশ। আদালতে পুলিশের পক্ষ থেকে রিমান্ড ও আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড ও জামিনের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছে। আদালতের নির্দেশে রাশেদ খানকে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম