Logo
Logo
×

সারাদেশ

অস্ত্রের মুখে লামার ২৫ রাবার শ্রমিককে অপহরণ

Icon

বান্দরবান ও লামা প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম

অস্ত্রের মুখে লামার ২৫ রাবার শ্রমিককে অপহরণ

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী মুরুং ঝিরি এলাকা থেকে ২৫ জন রাবার বাগানের শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী অভিযানে নেমেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকায় কয়েকটি রাবার বাগানে পাহাড়ের অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা হানা দেয়। এ সময় চারটি রাবার বাগান থেকে অস্ত্রের মুখে রাবার বাগানের ২৫ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি সাহাদাত হোসেন জানান, শনিবার গভীর রাতে কয়েকটি রাবার বাগান থেকে ২৫ জন শ্রমিককে অপহরণ করা হয়েছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় খবরটি পেতে দেরি হয়েছে। অপহৃতের উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম