Logo
Logo
×

সারাদেশ

গাড়ি লক্ষ্যে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা বিএনপি নেতার

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

গাড়ি লক্ষ্যে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা বিএনপি নেতার

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির নেতা রেজাউল করিমের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা বিস্ফোরণ করা হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রেজাউল করিম।

শনিবার রাতে বাউসা বাজারের পূর্বদিকে নুরানি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী রেজাউল করিম বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি।

জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে প্রাইভেটকার নিয়ে দিঘা থেকে বাউসা বাজারে আসছিলেন রেজাউল করিম। তিনি বাউসা বাজারের পূর্বদিকে নুরানি মাদ্রাসার সামনে পৌঁছালে কে কারা তার গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। প্রাইভেটকারের জানালা বন্ধ থাকায় পেট্রলবোমা গাড়ির ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে ব্লাস্ট হয়। এতে অল্পের জন্য রক্ষা পান তিনি। পরে রাত ১০টার দিকে বাউসা ইউনিয়ন বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল একত্রিত হয়ে এর প্রতিবাদে বিক্ষোভ করেন।

এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমার প্রাইভেটকার লক্ষ্য করে পেট্রলবোমা বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা এমন কাজ করেছে, তা সঠিকভাবে শনাক্ত করতে পারিনি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। হামলাকারী শনাক্তে অনুসন্ধান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম