Logo
Logo
×

সারাদেশ

অসময়ের ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ

Icon

ফারুক হোসেন মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

অসময়ের ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা দিয়ে বয়ে গেছে ধনাগোদা নদী। এবার শুকনো মৌসুমে নদীটিতে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ভাঙনে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়িসহ ফসলি জমি। সময়ের সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে এ ভাঙন। এতে আতঙ্কে রয়েছে নদীপাড়ের মানুষেরা।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন তীব্র আকার ধারণ করলেও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

জানা যায়, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া, নবীপুর গ্রামের বিভিন্ন স্থাপনা, ফসলি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেশ কিছু এলাকায় আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে। এতে আতঙ্কে রয়েছে তিন গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সাংগঠিক সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, ‘গত সপ্তাহ থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো নজর নেই।’ ভাঙন রোধে দ্রুত পানি উন্নয়ন কর্তৃপক্ষের (পাউবো) ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, ‘কয়েক দিন ধরে ধনাগোদা পানি অনেক কমে যায়। যে কারণে ভাঙন ঠেকাতে পাড়ে ফেলা জিও ব্যাগসহ ধসে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাড়িঘর রক্ষা করা সম্ভব না।’

এ বিষয়ে মন্তব্য নিতে পাউবোর নির্বাহী প্রকৌশলীর মোবাইলে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম