Logo
Logo
×

সারাদেশ

বিকল ও দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

Icon

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯ পিএম

বিকল ও দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে বিকল ও দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শাহাদত হোসেন (৩৫), একই জেলার কাহালু থানার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. সবুজ (৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের মো. আরিফ হোসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হেলপার সবুজকে নিয়ে গাজীপুর হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল ট্রাক চালক শাহাদত। রোববার ভোরে ট্রাকটি বোর্ডঘর এলাকায় পৌঁছালে যানটি বিকল হয়ে যায়। বিকল হওয়া যানটিকে টেনে নেওয়ার আরেকটি ট্রাককে থামায় চালক ও হেলপার।

দুই ট্রাকের মাঝখানে দাঁড়িয়ে শাহাদত ও সবুজ লোহার চেইন দিয়ে ট্রাক দুটি সংযুক্ত করছিলেন। এ সময় পেছন দিক থেকে আরেকটি ট্রাক বিকল হওয়া যানটিতে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা শাহাদত ও সবুজ ঘটনাস্থলেই মারা যান। আহত হন ধাক্কা দেওয়া ট্রাকের চালক। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, ‘নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম