Logo
Logo
×

সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৭ ড্রেজার ও বাল্ক‌হেডসহ আটক ৩৭

Icon

যুগান্তর প্রতিবেদক, ভোলা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম

অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৭ ড্রেজার ও বাল্ক‌হেডসহ আটক ৩৭

ভোলার তেতু‌লিয়া নদী‌তে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ টি ড্রেজার ও ১২ টি বাল্ক‌হেড জব্দ করেছে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌ন। এ সময় ৩৭ জন‌ বালু উত্তোলনকারীকে আটক ক‌রা হয়। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকা‌লে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের  মি‌ডিয়া কর্মকর্তা লে. হারুন অর র‌শিদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছেন। 

তিনি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে কোস্টগার্ড শুক্রবার গভীর রাত থে‌কে শনিবার বি‌কাল ৪ টা পর্যন্ত সদর উপ‌জেলার ভেদু‌রিয়া থে‌কে বোরহান উদ্দিন উপ‌জেলার তেতু‌লিয়া নদী‌তে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ৫ টি ড্রেজার ও ১২ টি বাল্ক‌হেডসহ ৩৭ জন‌কে আটক করা হয়। 

প‌রে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে সদর উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি ) আহসান হা‌ফিজ আটকদের মুচ‌লেকা নিয়ে ছেড়ে দেন। 

জব্দ ড্রেজার ও বাল্ক‌হে‌ডের বিরু‌দ্ধে পরবর্তী‌ আইনী ব‌্যবস্থা নেওয়ার জন‌্য ভোলার বিআইড‌ব্লি‌উটিএ এর জিম্মায় রাখা হ‌য়ে‌ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম