Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে রেলওয়ের ব্রিজ সংস্কারে বিএসএফের বাধা

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম

সীমান্তে রেলওয়ের ব্রিজ সংস্কারে বিএসএফের বাধা

দিনাজপুরের হিলি সীমান্তে অবস্থিত একটি রেলওয়ের ব্রিজ সংস্কারে বাধা দিয়েছে বিএসএফ। এতে করে সংস্কার কাজটি বন্ধ হয়ে রয়েছে। বিজিবি-বিএসএফের বৈঠকেও এর কোনো সুরাহা হচ্ছে না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে।

সূত্রে জানা গেছে, হিলি সীমান্ত দিয়েই চলে গেছে রেললাইন। ব্রিটিশ আমলে নির্মাণ করা এ রেললাইনের একটি ব্রিজের নিচের অংশের পাথর সরে গেছে। এর জেরে ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে নিয়ে আসা হয় ইট, বালু ও সিমেন্ট। সম্প্রতি সেই অংশে কাজ শুরু করেন তারা। কিন্তু কাজ শুরুর কয়েক ঘণ্টার মাথায় তাতে বাধা দেয় বিএসএফ।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকসহ নানাভাবে আলোচনা হয়। আলোচনার পর বিজিবির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে কাজ শুরুর কথা বলা হয়। রেলকর্তৃপক্ষ সেখানে ফের কাজ শুরু করলে পুনরায় বিএসএফ তাতে বাধা দেয়। এরপর আবারো বন্ধ হয়ে যায় সেই ব্রিজের সংস্কার কাজ।

হিলি রেলওয়ের প্রকৌশলী আব্দুর রহমান বলেন, ‘বিজিবি কাজ করতে বললেও বিএসএফ বাধা দিচ্ছে। বিজিবর কথা মতো কাজ শুরুর পর বিএসএফ তা বন্ধ করে দিয়েছে।’

এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাহিদ নেওয়াজ বলেন, ‘রেলওয়ে তাদের লাইনে কাজ করবে এতে বিএসএফের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা এ বিষয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করেছি। রেলওয়ে কর্তৃপক্ষকে কাজ শুরুর করার জন্য বলা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম