বাঘার গাছে গাছে মুকুল, স্বপ্ন বুনছেন চাষি

আমানুল হক আমান, বাঘা (রাজশাহী)
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

গাছগুলো ছেয়ে গেছে আমের মুকুলে। বাতাসে মিষ্টি ঘ্রাণ। আবহাওয়াও রয়েছে অনুকূলে। প্রচুর মুকুল দেখে বাম্পার ফলন আশা করছেন বাগানমালিক ও চাষিরা। এতক্ষণ বলছিলাম রাজশাহীর বাঘা উপজেলার কথা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, বাঘার মাটি আম চাষের জন্য খুব
উপযোগী। চলতি মৌসুমে উপজেলার আট হাজার ৮৯৬ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলাটিতে আমের বাম্পার ফলন
হবে।
আম চাষিরা জানান, যে পরিমাণ মুকুল এসেছে তার ২৫ ভাগও টিকে থাকলে গাছের
ঢাল ভেঙে পড়বে।
উপজেলার আড়ানী এলাকার আম ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি। তিনি বলেন, প্রতিটি
গাছে প্রচুর পরিমাণ মুকুল এসেছে। আবহাওয়া ঠিখ থাকলে বাম্পার ফলন হবে।
গোচর গ্রামের বাসিন্দা মজবুল হোসেন লাল্টু বলেন, এলাকার প্রতিটি মানুষের
আম গাছ রয়েছে। যে ব্যক্তি অন্যের জমিতে বসবাস করে সেও বাড়ির আঙ্গিনায় একটি গাছ লাগিয়েছেন।
সেসব গাছেও প্রচুর পরিমাণে মকুল এসেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লা সুলতান বলেন, ‘আবহাওয়া অনুকুলে থাকলে
ও প্রাকৃতিক দূর্যোগ না হলে আম বাগান থেকে আশানুরূপ ফলন হবে।’