গাজীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১০ পিএম

গাজীপুরের পূবাইলে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ হোসেনিয়া ডিগ্রি মাদ্রাসা মাঠে ফাইনাল খেলা উপভোগ করেন কয়েকশ ক্রীড়ানুরাগী।
৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় খেলায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিষয়ক কর্মকর্তা নূরুজ্জামান মৃধা। প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটির সাবেক প্যানেল মেয়র ও সিটি কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, উদ্বোধক ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান রাজীব।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, পূবাইল থানা বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান মৃধা, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জুলহাস সরকার, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা ফরিদ, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন ও আবুল কালাম, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হাকিম, সহ সভাপতি সাঈদ মোল্লা ও আমান উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ আলী, যুবদল নেতা সাদ্দাম হোসেন ও শাহ আলম প্রমুখ।
টানটান উত্তেজনাপূর্ণ খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাই ব্রেকারে হায়দরাবাদ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায় টঙ্গী স্পোর্টিং ক্লাব। খেলায় বিজয়ী টঙ্গী স্পোর্টিং ক্লাবকে ফ্রিজ ও বিজিত হায়দরাবাদ স্পোর্টিং ক্লাবকে টেলিভিশন পুরস্কার তুলে দেন অতিথিরা।