Logo
Logo
×

সারাদেশ

গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চাঁপড়ীগঞ্জ ও ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম তারা মিয়া (৩৮)। পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক তারা মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের বাসিন্দা।

 স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে মোটরসাকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা মিয়া প্রাণ হারান।

অপরদিকে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় সবজিবাহী একটি পিকআপ উল্টে যায়। এ সময় পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম