Logo
Logo
×

সারাদেশ

এবার রোজায় বিনা লাভে পণ্য বিক্রি করবেন শাহ আলম

Icon

প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ (চাঁদপুর)

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮ এএম

এবার রোজায় বিনা লাভে পণ্য বিক্রি করবেন শাহ আলম

পবিত্র মাহে রমজান মাস এলেই দেশের বাজারে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। দীর্ঘদিন ধরে একই অবস্থা চলে আসলেও এর সুরাহা হয়নি। অসাধু ব্যবসায়ীদের ষড়যন্ত্রের যাঁতাকলে পড়তে হয় সাধারণ মানুষদের। তবে এসব অসাধু ব্যবসায়ীর মাঝেও আছে ব্যতিক্রম। তেমনই একজন ব্যবসায়ী শাহ আলম। সবশেষ দুবছর ধরে রমজানে মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি করছেন এ ব্যবসায়ী।  চলতি রমজান মাসে আগের থেকে একধাপ এগিয়ে অর্থাৎ, বিনা লাভে পণ্য বিক্রি করবেন তিনি।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামের বাসিন্দা শাহ আলম। ওই গ্রামেই রয়েছে এ ব্যবসায়ীর মুদি দোকান। এক টাকা লাভে পণ্য বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকারের পুরষ্কারও জিতেছে এ ব্যবসায়ী। তার দেখাদেখি এখন অনেকেই এক টাকা লাভে বিক্রি করছেন পণ্য।

জানা গেছে, চরকুমিরা গ্রামের শাহ আলম বিগত দুবছরের ন্যায় চলতি বছরেও মাহে রামজান উপলক্ষ্যে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ছোলা, খেসারির ডাল, বেসন, মুড়ি, চিড়া, চিনি, খেজুর, সয়াবিন তেল এক টাকা লাভে বিক্রি শুরু করেছেন। তার এ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল-ইমরান।

শাহ আলম মাল বলেন, ‘রমজান সিয়াম সাধনার মাস। আমি বিগত ১১ মাস ব্যবসা করি। এ এক মাস আখেরাতের জন্য ব্যবসা করলাম না। এছাড়া এক টাকা লাভে পণ্য বিক্রি করায় আমি বেশ সাড়া পাচ্ছি। আগের তুলনায় বিক্রি বেশি হচ্ছে। আমি চাই, আমার দেখাদেখি অন্যরাও এগিয়ে আসুক। ইতোমধ্যে ভাটিয়ালপুরেও এক টাকা লাভে পণ্য বিক্রি শুরু হয়েছে।’

শাহ আলমের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সদ্য প্রবাস ফেরত সাহাবুদ্দিন, স্থানীয় সলেমান, শামছুল হক পাটওয়ারী, কালামসহ মালামাল ক্রয় করতে আসা লোকজন বলেন, তাকে (শাহ আলম) দেখে ব্যবসায়ীদের শিক্ষা নেওয়া উচিত। অন্তত একটি মাস ব্যবসার কথা না ভেবে মানুষের পাশে দাঁড়ানো তাদেরও কর্তব্য।

এদিকে চলতি বছর থেকে পৌর এলাকার ভাটিয়ালপুর পুরানবাড়ি যুবসমাজ ১০টি পণ্য এক টাকা লাভে বিক্রির উদ্যোগ নিয়েছে। তারা ভাটিয়ালপুর চৌরাস্তার ওয়াসিম কসমেটিকস স্টোরে শবে বরাতের দিন থেকে মালামাল বিক্রি শুরু করেছেন। এতে খুশি সেই এলাকার লোকজন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম