Logo
Logo
×

সারাদেশ

৪৮ ঘণ্টার কর্মসূচির আগে তিস্তায় উজানের ঢল

Icon

রংপুর ব্যুরো ও লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ এএম

৪৮ ঘণ্টার কর্মসূচির আগে তিস্তায় উজানের ঢল

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন। পানিশূন্য নদীর বুকে তিস্তা বিধৌত লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী এ পাঁচ জেলার কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজসহ ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে এ কর্মসূচি পালন করা হবে। আলোচিত এ কর্মসূচি পালনের দুদিন আগে আকস্মিকভাবে ধু-ধু বালুচরে দেখা গেল উজানের ঢল। শনিবার দুপুর থেকে গজলডোবা ব্যারাজ থেকে পানি ছেড়ে দিয়েছে ভারত। 

বিকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় দেখা যায়, উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জলকপাটগুলো উপচে পড়ছে পানি। এর মধ্যে ১নং জলকপাটটি খুলেও রাখা হয়েছে। এ অবস্থায় ব্যারাজের খানিকটা দূরে মূল নদীতে শনিবার সকালেও যেখানে ছিল ধূ ধূ বালুচর। সেখানে বিকাল থেকে বইছে স্বচ্ছ পানি। এতে নদীকে অনেকটা টইটম্বুর মনে হচ্ছে। ব্যারাজের পূর্ব দিকে শুকনো নদীতে যেখানে নদী রক্ষা আন্দোলনের মঞ্চ তৈরি হচ্ছে সেখানেও ছুঁই ছুঁই করছে পানি।

রংপুরের একটি হোটেলে শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। দুদিনব্যাপী এ কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কর্মসূচিতে তিস্তাপারের মানুষের জীবন কাহিনি অর্থাৎ তাদের আনন্দ-বেদনার বিষয়গুলো নাটক, সারিগান, পালাগান, জারিগান, নকশিকাঁথা নাটক, সংগীতের মাধ্যমে তুলে ধরা হবে। এখানে সংগীত পরিবেশন করবেন বেবী নাজনিনসহ শিল্পীরা। এ ছাড়াও দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়েছে তিস্তার দুই পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি প্রবীণ সাংবাদিক সালেকুজ্জামান সালেক প্রমুখ।

এ কর্মসূচি সফল করতে শনিবার বিকালে বিএনপির জেলা-মহানগর কার্যালয় থেকে দলের মহানগরের আহবয়াক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডনের নেতৃত্বে নেতাকর্মীরা প্রচার মিছিল করেন। এ ছাড়া উত্তরের পাঁচ জেলার বিভিন্ন স্থানে জনসভা করছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় তিস্তা ব্যারাজ এলাকায় স্কুলশিক্ষক শফিকুল ইসলাম ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, দলমত নির্বিশেষে তিস্তাকে বাঁচাতে যখন বৃহৎ কর্মসূচি পালনের প্রস্তুতি শেষ মুহূর্তে ঠিক তখন প্রতিবেশী ভারত আমাদের সঙ্গে অনেকটা পানি নিয়ে ‘নাটক’ শুরু করল। 

তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, সপ্তাহখানেক থেকে যে পরিমাণ পানি উজান থেকে এসেছে এর চেয়ে শনিবার দুপুরে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে কোনো ভয়ের শঙ্কা নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম