Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ উৎসব

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ উৎসব

সোনালী কাবিনের কবি খ্যাত আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ তিন দিনব্যাপী স্মরণ উৎসবের আয়োজন করেছে। পৌর শহরের মৌরাইল কবরস্থানে কবি আল মাহমুদের কবর শনিবার সকালে জিয়ারত ও দোয়ার মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। এ দোয়া অনুষ্ঠানে কবি পরিবারের সদস্য, ভক্ত কবি-সাহিত্যিক ও কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন অংশ নেয়। তিন দিনব্যাপী চলবে স্মৃতি পরিষদের স্মরণ উৎসব। আগামী সোমবার শেষ হবে। 

শনিবার বিকালে স্মরণ উৎসবের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে স্মরণ উৎসব উদ্বোধন করেছেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এজেডএম আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, কবি ও গবেষক অধ্যক্ষ নজরুল ইসলাম খাদেম, কবি মনসুর আজিজ, কবি তাজ ইসলাম, কবি রহমান মজিদ, কবি সাদমান শহিদ। বিশেষ আলোচক ছিলেন কবি ও গবেষক ইমরান মাহফুজ। বক্তব্য রাখেন, কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদত, সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদ। কবির এ স্মরণ উৎসবে অংশ নিয়েছেন কবির ছেলে মীর মোহাম্মদ মনির, মীর মোহাম্মদ আনিস ও বড় মেয়ে আতিয়া আমির, ছোট মেয়ে ফাতেমা মীর জিমি এবং তাদের ছেলেমেয়েরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম