Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের বিরুদ্ধে পোস্ট দিয়ে বিপাকে কর্মকর্তা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের বিরুদ্ধে পোস্ট দিয়ে বিপাকে কর্মকর্তা

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) নিয়ে বন্দরের ‘গোপনীয় তথ্য’ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে কৈফিয়তের মুখে পড়েছেন এক কর্মকর্তা। তার নাম মো. হুমায়ুন কবির। তিনি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অডিট সুপার। ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চিফ পার্সোনেল অফিসার এক চিঠিতে তার কাছে কৈফিয়ত তলব করেন। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের একাধিক সাধারণ কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেছেন, মূলত এনসিটি-সিসিটিসহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিগত সরকারের প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিবাদ করায় বন্দর প্রশাসন প্রতিবাদী কর্মকর্তা-কর্মচারীদের ওপর অনেকটাই ক্ষুব্ধ। এর অংশ হিসাবেই একটি ‘অজুহাত’ দেখিয়ে ওই কর্মকর্তাকে কৈফিয়ত তলবের নোটিশ দিয়েছে। বন্দরের স্বার্থে কর্মকর্তা-কর্মচারীর কথা বললেও এ ধরনের নোটিশ এক ধরনের কণ্ঠরোধ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেন তারা।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম