Logo
Logo
×

সারাদেশ

কাপাসিয়ায় কৃষকদলের সমাবেশ

Icon

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম

কাপাসিয়ায় কৃষকদলের সমাবেশ

ফাইল ছবি

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্তে এ বর্ণাঢ্য কৃষক সমাবেশ হয়। গাজীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খান বাবুল।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক শাফিন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, কাপাসিয়া বিএনপির বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, আফজাল হোসাইন, আসিফ মোস্তফা, হারুনুর রশিদ, মাসুদ রানা, আতাউর রহমান, হান্নান মিয়া, মোজাম্মেল হক মৃধা, মজিবুর রহমান, মজিবুর রহমান টিক্কা প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম