Logo
Logo
×

সারাদেশ

ছাড়া পেয়ে ফের গ্রেফতার আ.লীগ নেত্রী

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

ছাড়া পেয়ে ফের গ্রেফতার আ.লীগ নেত্রী

বগুড়ায় বিস্ফোরক দ্রব্য মামলায় জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহফুজা খানম লিপি।

শুক্রবার বিকালে তাকে শহরের সাতমাথা এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার বিকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈন উদ্দিন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, মাহফুজা খানম লিপি (৪৫) বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের স্ত্রী। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সফিক-লিপি দম্পতির বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। এরপর তারা বগুড়া থেকে পালিয়ে যান।

গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে সফিক ও লিপি বগুড়া জেলা কারাগারে ছিলেন।

সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন মাহফুজা খানম লিপি। শুক্রবার বিকালে তিনি বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শহরের সাতমাথা এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে আবারো গ্রেফতার করে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরে শহরের ঝাউতলায় গুলিতে বৃন্দাবনপাড়ার দর্জি শ্রমিক শিমুল মন্ডল মতি নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী শিমু বেগম ২৭ আগস্ট রাতে সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এ মামলায় আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপির সম্পৃক্ততা পান। এ কারণে তাকে ওই হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম